bangla news

এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-১৯ ৭:২০:৩৫ পিএম
ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ছবি: পিআইডি

ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ছবি: পিআইডি

ঢাকা: যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আলেম-ওলামা, এতিম ও প্রতিবন্ধী শিশু, ২১ আগস্টের গ্রেনেড হামলায় আহতসহ আত্মীয়-পরিজনদের নিয়ে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৯ মে) গণভবনে প্রাঙ্গণে সবাইকে নিয়ে এ ইফতারে অংশ নেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি ও জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্যরাও এ ইফতারে অংশ নেন।

ইফতারের কিছুক্ষণ আগে আয়োজনস্থলে আসেন প্রধানমন্ত্রী।

এরপর দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক-দুর্নীতি, সন্ত্রাস-জঙ্গিবাদ মুক্ত উন্নত-সমৃদ্ধ দেশের জন্য দেশবাসীর কাছে দোয়া চান।

ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, মে ১৯, ২০১৯
এমইউএম/এইচএ/

ক্লিক করুন, আরো পড়ুন :   প্রধানমন্ত্রী শেখ হাসিনা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-05-19 19:20:35