ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধুর ভাগ্নে ‘দাদা ভাই’র মৃত্যুবার্ষিকী পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, মে ১৯, ২০১৯
বঙ্গবন্ধুর ভাগ্নে ‘দাদা ভাই’র মৃত্যুবার্ষিকী পালন

মাদারীপুর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরীর (দাদা ভাই) ২৮তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

রোববার (১৯ মে) বাদ আছর মরহুমের নিজ বাড়িতে এ উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় দাদা ভাইয়ের রুহের মাগফিরাত কামনাসহ সকলের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

ইলিয়াস আহমেদ চৌধুরী দাদা ভাইয়ের বড় ছেলে নূর-ই-আলম চৌধুরী বর্তমান একাদশ জাতীয় সংসদের চিফ হুইপের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি মাদারীপুর-১ আসন থেকে ছয় বারের নির্বাচিত জাতীয় সংসদের সংসদ-সদস্য ও নবম জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। নূর-ই-আলম চৌধুরী ১০ম জাতীয় সংসদের আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।  

অন্যদিকে, তার ছোটো ছেলে মজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী) ফরিদপুর-৪ আসন থেকে দশম এবং একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- মরহুমের বড় ছেলে জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি, ছোট ছেলে মজিবুর রহমান নিক্সন চৌধুরী এমপি, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী, মাদারীপুর পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, শিবচর উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান, সাবেক চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, মে ১৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।