bangla news

বজ্রপাতে রামু ও উখিয়ায় শিশুসহ তিনজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-১৯ ৫:২০:৩৬ পিএম
বজ্রপাতের প্রতীকী

বজ্রপাতের প্রতীকী

কক্সবাজার: কক্সবাজারের রামু ও উখিয়ায় পৃথক বজ্রপাতের ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন রোহিঙ্গা। বজ্রপাতে আহত হয়েছেন আরো পাঁচজন।

রোববার (১৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে রামুর খুনিয়াপালং ইউনিয়নের কালারপাড়া তুলাবাগান এলাকায় ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বজ্রপাতে প্রাণহানির এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রামুর খুনিয়াপালংয়ের মাওলানা নুরুল ইসলামের মেয়ে ফাতেমা খাতুন (১৫) ও শিশুপুত্র আফনান (২) এবং উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর সালাম (৫০)

খুনিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মাবুদ বাংলানিউজকে জানান, বজ্রপাতের ঘটনায় একশিশু ও এক কিশোরী ঘটনাস্থলে মারা গেছেন। নিহতদের বাবা-মার অবস্থাও আশঙ্কাজনক বলে শুনেছি। 

অন্যদিকে একইসময়ে উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্প-৫ এ বজ্রপাতে আবদুস সালাম (৫০) নামের একজন রোহিঙ্গার মৃত্যু এবং এ ঘটনায় দু’জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, মে ১৯, ২০১৯ 
এসবি/জেডএস

ক্লিক করুন, আরো পড়ুন :   বজ্রপাত
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-05-19 17:20:36