ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, মে ১৯, ২০১৯
বরিশালে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের গুণগত মান ও বাজারদর স্থিতিশীল রাখতে বরিশালে প্রতিনিয়ত বাজার মনিটরিং করছে জেলা প্রশাসন।

এরই ধারবাহিকতায় রোববার (১৯ মে) দুপুরে শহরের নতুন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

অভিযানের নেতৃত্বে থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ বাংলানিউজকে বলেন, দুপুরে শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালানো হয়।

এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে আসিফ ফুড প্রোডাক্টের মালিক আসলাম হাওলাদার এবং কর্মকার স্টোরের মালিক নিত্যানন্দ কর্মকারকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নির্দেশে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মে ১৯, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।