ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

কৃষকদের কাছ থেকে ধান কেনার দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৫, মে ১৯, ২০১৯
কৃষকদের কাছ থেকে ধান কেনার দাবিতে মানববন্ধন কৃষকদের মানববন্ধন

কিশোরগঞ্জ: ধানের ন্যায্যমূল্য নিশ্চিত ও কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার দাবিতে কিশোরগঞ্জের করিমগঞ্জ ও হোসেনপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (১৯ মে) বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী করিমগঞ্জ উপজেলা পরিষদের সামনের সড়কে এ কর্মসূচির আয়োজন করে কিশোরগঞ্জ জেলা সচেতন নাগরিক সমাজ।

এসময় বক্তব্য রাখেন- নাগরিক সমাজের আহ্বায়ক এমরান আলী ভূইয়া, স্থানীয় আওয়ামী লীগ নেতা শামীম ভূইয়া প্রমুখ।

অপরদিকে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর চৌরাস্তায় একই দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় কৃষক অধিকার রক্ষা সংগ্রাম কমিটি। এতে বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক আলাল মিয়াসহ অন্যান্যরা।

বক্তারা ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালু এবং সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান কেনার দাবি জানান। এ সময় ধান পুড়িয়ে কমমূল্যের প্রতিবাদ করেন কৃষকরা।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মে ১৯, ২০১৯ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।