bangla news

উত্তরায় লাখ পিস ইয়াবা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-১৯ ১২:৪২:২৮ পিএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর একটি কুরিয়ার সার্ভিস সেবাদানকারী কোম্পানির অফিস থেকে এক লাখ পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব -৩)।

রোববার (১৯ মে) সকালে রাজধানীর উত্তরায় ওই কোম্পানির একটি অফিস থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে উত্তরার ৬ নম্বর সেক্টরের ২০ নম্বর বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাড়িতে কুরিয়ার কোম্পানি এসএ পরিবহনের কার্যালয় রয়েছে। এ সময় সেখান থেকে ইয়াবার এ চালানটি জব্দ করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্ট চলছে।

দুপুর ২টায় উত্তরায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, মে ১৯, ২০১৯
পিএম/আরবি/

ক্লিক করুন, আরো পড়ুন :   ইয়াবা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-05-19 12:42:28