ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মেলান্দহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, মে ১৯, ২০১৯
মেলান্দহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু ছবি: প্রতীকী

জামালপুর: জামালপুরের মেলান্দহ উপজেলায় বজ্রপাতে কল্পনা বেগম (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী বাবর আলী (৩৫) ও ছেলে কবির হোসেন (০৮) আহত হয়েছেন।

শনিবার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের পৈরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

ঝাউগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, বাবর, তার স্ত্রী কল্পনা ও ছেলে কবির সন্ধ্যায় বৃষ্টির সময় ধানক্ষেত থেকে বাড়ি ফেরছিলেন।

এসময় বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই কল্পনার মৃত্যু হয়। আহত হন বাবর এবং তার ছেলে।

বাবর ও কবিরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, মে ১৯, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।