bangla news

সাভারে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-১৯ ৫:০৮:১৭ এএম
সাভার

সাভার

সাভার (ঢাকা): সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক বৃদ্ধ (৬০) নিহত হয়েছেন।

শনিবার (১৮ মে) দিবাগত রাত ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত বৃদ্ধের পরিচয় জানা যায়নি। তবে তিনি ওই এলাকায় ভিক্ষা করতেন বলে জনিয়েছে পুলিশ।

তারা বলছে, ঢাকাগামী একটি বাস থেকে নামতে গিয়ে পেছনে থাকা আরেকটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে প্রত্যক্ষদর্শী ও পুলিশ মিলে হাসপাতালে নেওয়ার সময় ওই বৃদ্ধ মারা যান।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে ওই বৃদ্ধের পোশাক-পরিচ্ছদ দেখে মনে হচ্ছে তিনি একজন ভিক্ষুক। তার পরিচয় জানার চেষ্টা চলছে। 

তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক চালক ও বাস আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ০৫০৭ ঘণ্টা, মে ১৯, ২০১৯
টিএ

ক্লিক করুন, আরো পড়ুন :   সড়ক দুর্ঘটনা সাভার
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-05-19 05:08:17