ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩১ ঘণ্টা, মে ১৯, ২০১৯
জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংগৃহীত ফাইল ফটো

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছে ২৮ মে (মঙ্গলবার) জাপান সফরে যাচ্ছেন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের আমন্ত্রণে দেশটিতে যাচ্ছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরকালে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া তিনি আগামী ৩০-৩১ মে টোকিওতে ফিউচার এশিয়া সম্মেলনে অংশ নেবেন।

এছাড়া এই সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে বড় ধরনের একটি ঋণ চুক্তি হতে পারে।

প্রধানমন্ত্রীর জাপান সফরের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রীর জাপান সফর চূড়ান্তকরণ চলছে। আমরা এই সফর নিয়ে কাজ করছি। আশা করি তিনি এ মাসের শেষে জাপান সফর করবেন। তবে প্রধানমন্ত্রীর সফরের আগে আমরা আপনাদের বিস্তারিত জানাবো।

বাংলাদেশ সময়: ২৩২৬ ঘণ্টা, মে ১৮, ২০১৯
টিআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।