ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

না’গঞ্জে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, মে ১৮, ২০১৯
না’গঞ্জে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে সজীব (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন তার সহযোগী মামুন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৮ মে) দুপুরে শহরের মাসদাইরে কেন্দ্রীয় ঈদগাহের সামনে এ ঘটনা ঘটে।  

নিহত সজিবের নাম ঠিকানা পাওয়া না গেলেও আহত মামুন শহরের গলাচিপার নাদিমের বাড়ির ভাড়াটিয়া কমর আলীর ছেলে।

পুলিশ জানায়, ভোরে বাপ্পী নামে এক যুবক রিকশায় করে চাষাঢ়ার দিকে যাচ্ছিলেন। পথে মাসদাইরে কেন্দ্রীয় ঈদগাহের সামনে এলে তিন ছিনতাইকারী তার পথ গতিরোধ করেন। এসময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাদের আটক করে গণপিটুনি দিতে থাকেন। এসময় কৌশলে এক একজন পালিয়ে যান। পরে সজীব ও মামুন নামে দুই ছিনতাইকারীকে মারধরের একপর্যায়ে দড়ি দিয়ে বেঁধে রেখে তারা চলে যান। দুই ছিনতাইকারীর অবস্থা ধীরে ধীরে অবনতি ঘটলে সকাল ১১টার দিকে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সজীবের মৃত্যু হয়। মামুনকে ঢামেকে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন মিয়া বাংলানিউজকে জানান, সজীব ও মামুন ছিনতাইকারী কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মে ১৮, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad