ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কসবায় ডাব চুরি নিয়ে বিরোধ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, মে ১৮, ২০১৯
কসবায় ডাব চুরি নিয়ে বিরোধ, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ডাব চুরির বিরোধের জের ধরে মাসুম মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (১৮ মে) সকালে উপজেলার বাদুইর ইউনিয়নের হাতুরা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ মে (বৃহস্পতিবার) উপজেলার হাতুরা বাড়ি গ্রামে মামুন মিয়ার বাড়িতে প্রতিবেশী ইয়াছিনসহ কয়েকজন ডাব চুরি করতে যায়। এসময় ওই বাড়ির মালিকের ছেলে মাসুম মিয়া তা দেখে তাদের বাধা দেন। পরবর্তীতে সন্ধ্যায় এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে শনিবার সকালে মাসুমকে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে ফলা দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, মে ১৮, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।