ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মিরপুরে ঈদের শপিং শেষে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, মে ১৮, ২০১৯
মিরপুরে ঈদের শপিং শেষে ট্রাকচাপায় যুবকের মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মিরপুর ১ নম্বর সেকশনে ট্রাকচাপায় আব্দুল্লাহ (১৮) নামের এক কিশোর নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ মে) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক রাত ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কিশোরের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়। তার বাবার নাম আ. দুলাল।

তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে আসা সহকর্মী জুনায়েদ জানান, রূপনগরে একটি জুতার কারখানা তারা কাজ করেন। সন্ধ্যার পরে মিরপুর ১ এ কোঅপারেটিভ মার্কেটে দু’জন যায় ঈদের শপিং করতে। সেখান থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় গাবতলী গামী একটি ট্রাক আব্দুল্লাহকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হলে তাকে প্রথমে পপুলার হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন   জানান, মরদেহ এখন মর্গে রাখা আছে।

বাংলাদেশ সময়: ০৬০৫, মে ১৮, ২০১৯
এজেডএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।