ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঝড়ো বাতাসে বাড্ডায় দেয়াল ধস, নিহত ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৪, মে ১৮, ২০১৯
ঝড়ো বাতাসে বাড্ডায় দেয়াল ধস, নিহত ৩

ঢাকা: হঠাৎ দমকা বাতাস ও ঝড়ে রাজধানীর মধ্যবাড্ডায় দেয়াল চাপা পড়ে তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় ইফতারের পরপর হঠাৎ দমকা হাওয়াসহ ঝড়-বৃষ্টি শুরু হলে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দু'জনের নামপরিচয় পাওয়া গেছে।

এদের একজনের নাম বুলবুল বিশ্বাস (২৭)। তিনি নড়াইলের নরাগাথী থানার মহাজন এলাকার বাসিন্দা। তিনি ঢাকায় বাসের চেকার হিসেবে কর্মরত ছিলেন। অপরজন নীলফামারীর বাসিন্দা বাড্ডা এলাকার চা দোকানদার তপন (২৮)।  

 

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, মধ্যবাড্ডায় প্রাণ সেন্টারের পাশে একটি দেয়াল ধসে তিনজন আহত হয়। এর মধ্যে ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ও একজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। তবে তিনজনই নিহত হয়েছে বলে জানতে পেরেছি।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মে ১৭, ২০১৯
এজেডএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।