ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, মে ১৮, ২০১৯
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ: বৈরী আবহাওয়ায় কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হওয়া আবারও ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (১৭ মে) রাত ৮টার দিকে বাংলাদেশ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

বিআইডব্লিউটিসি মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বাংলানিউজকে বলেন, বৈরী আবহাওয়ায় বাতাসের তীব্রতা ও নদীর ঢেউয়ের উচ্চতা কমে যাওয়ায় রাত ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

 

বর্তমানে ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, মে ১৭, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।