ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

না’গঞ্জে সাড়ে ৪ হাজার লিটার চোরাই তেলসহ আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, মে ১৭, ২০১৯
না’গঞ্জে সাড়ে ৪ হাজার লিটার চোরাই তেলসহ আটক ৬

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যার তীরে অভিযান চালিয়ে ৪ হাজার ৬২০ লিটার চোরাই তেলসহ ৬ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

আটকরা হলেন-আবুল হোসেন (৪৫), মাসুম গাজী (৩৭), আলাল মিয়া (৬০), মজিবুর রহমান (৫৫), আব্দুল বারেক (৫২) ও ফয়সাল (২০)।  

শুক্রবার (১৭ মে) বিকেলে র‌্যাব-১১ সিপিএসসি’র সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ভোরে শীতলক্ষ্যা নদীর ৫নম্বর ঘাট এলাকায় অভিযান চালায় র‌্যাব-১১ এর একটি দল। অভিযানে ২১টি তেলের ড্রামে প্রতিটিতে ২২০ লিটার করে সর্বমোট ৪ হাজার ৬২০ লিটার চোরাই ডিজেলসহ ৬জনকে আটক করা হয়। এছাড়া চোরাই কাজে ব্যবহৃত ১৯টি খালি ড্রাম ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুলাল (৪৫) ও আব্দুল খান (৬৫) নামে চক্রের দুই সদস্য কৌশলে পালিয়ে যায়। চক্রটি দীর্ঘ দিন ধরে ঘাট এলাকার বিভিন্ন জাহাজ হতে সুকৌশলে তেল চুরি করে ঢাকার বিভিন্ন ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতো বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মে ১৭, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।