ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বেনাপোলে ১৪ বাংলাদেশি নারী-পুরুষ আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, মে ১৭, ২০১৯
বেনাপোলে ১৪ বাংলাদেশি নারী-পুরুষ আটক

বেনাপোল(যশোর): বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১৪ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

বৃহস্পতিবার (১৬ মে ) রাত ৮টায় বেনাপোল সীমান্তের বড়আঁচড়া এমপি মার্কেট এলাকা  থেকে ৪৯ ব্যাটালিয়নের চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করে।

আটক নারী-পুরুষরা হলেন-যশোরের শফিউদ্দীনের ছেলে বাদশা (২৪), আব্দুল মাতব্বরের ছেলে রফিকুল (২৭), হাতেম জোয়াদ্দারের স্ত্রী হোসনেআরা বেগম (৪০), বাদশা বিশ্বাসের স্ত্রী মাজেদা (৩৭), মিজান মাতব্বরের মেয়ে সালমা (২০), সলেমান হাওলাদারের স্ত্রী ফিরোজা বেগম (৩৩), মুক্তার শেখের ছেলে রবিউল হাসান (২০), মুন্নাব নকিবের ছেলে হাসান মোল্লা (২২), লাল মিয়ার ছেলে কবির হোসেন (২০), আজিজ খানের ছেলে জলিল খান (৩৫), মান্নান ফরাজির ছেলে কামরুল (২২), আবুল মাতব্বরের ছেলে রফিকুল রহমান (২৫),ও মোজাহার আলীর ছেলে শহিদুল (৩৩)।


বিজিবি জানায়, একদল বাংলাদেশি অবৈধভাবে সীমান্ত পার হবে  এমন সংবাদের ভিত্তিতে সীমান্তে নজরদারী বাড়ায় বিজিবি। এক পর্যায়ে অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশের চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।  

৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম  রেজা আটকের বিষয়টি নিশ্চিত করে বংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে ১৯৭৩ সালের পাসপোর্ট আইনে ১১(৩) ধারায় মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, মে ১৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।