ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কানাডায় ‘হান্টলে শলার অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি বুশরা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, মে ১৭, ২০১৯
কানাডায় ‘হান্টলে শলার অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি বুশরা ফাবিহা বুশরা

ঢাকা: মর্যাদাপূর্ণ ‘হান্টলে শলার অ্যাওয়ার্ড’ পেয়েছেন কানাডার কার্লটন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ফাবিহা বুশরা। তিনি কার্লটন ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে পড়াশোনা করছেন।

বৃহস্পতিবার (মে ১৬) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থনীতি বিষয়ে সবচেয়ে ভালো গবেষণাপত্রের কারণে ২০১৯ সালের জন্য এই অ্যাওয়ার্ড পেয়েছেন বুশরা।

অর্থনীতি বিভাগের প্রধানের সুপারিশক্রমে গ্র্যাজুয়েট এবং পোস্ট ডক্টরাল বিষয়ক ডিন প্রতি বছর মেধাবী গ্র্যাজুয়েট ছাত্র-ছাত্রীদের মাঝে এ অ্যাওয়ার্ড দেন।

চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার চুনাতি গ্রামের মেয়ে ফাবিহা বুশরা কার্লটন ইউনিভার্সিটিতে এ বছর অর্থনীতিতে এমএ ডিগ্রি সম্পন্ন করেন।

ফাবিহা ২০১৯ সাল থেকে শুরু হওয়া অর্থনীতিতে পিএইচডি কর্মসূচিতে অন্তর্ভুক্ত হন।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, মে ১৬, ২০১৯
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।