ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কৃষিপণ্যের ন্যায্য মূল্যের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, মে ১৬, ২০১৯
কৃষিপণ্যের ন্যায্য মূল্যের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন মানববন্ধন, ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরেও ধানসহ কৃষিপণ্যের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান কামাল, সবুজ বাংলাদেশের সভাপতি মো. শাহীন আলম, সহ-সভাপতি একেএম মাহবুবুর রশিদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু প্রমুখ।

বক্তরা ধানসহ সব কৃষিপণ্যের ন্যায্য মূল্য ও কৃষকদের কল্যাণে ভূমিকা রাখতে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, মে ১৬, ২০১৯
এসআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad