ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ওআইসি সম্মেলন: প্রধানমন্ত্রীকে সৌদি বাদশাহর আমন্ত্রণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, মে ১৬, ২০১৯
ওআইসি সম্মেলন: প্রধানমন্ত্রীকে সৌদি বাদশাহর আমন্ত্রণ সৌদি আরবের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আমির ওমর সালেম ওমরের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ছবি: পিআইডি

ঢাকা: ১৪তম ওআইসি সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

বৃহস্পতিবার (১৬ মে) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে বাদশাহর আমন্ত্রণপত্র পৌঁছে দেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আমির ওমর সালেম ওমর।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রেস সচিব জানান, সৌদি বাদশার আমন্ত্রণ গ্রহণ করে সম্মেলনে যোগ দেওয়ার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুন মাসের শুরুতেই সৌদি আরবের মক্কায় ওআইসির ১৪তম সম্মেলন অনুষ্ঠিত হবে।

সৌদি বাদশাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রমজানের শুভেচ্ছাও জানিয়েছেন।

সৌদি-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বর্তমানে দুই দেশের মধ্যে বিশেষ সম্পর্কের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়।

সৌদি আরবও বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মে ১৬, ২০১৯
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।