ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কৃষকের ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, মে ১৬, ২০১৯
কৃষকের ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবি মানববন্ধনে বক্তব্য রাখেন বক্তারা। ছবি: বাংলানিউজ

বরিশাল: কৃষকের নামে দায়ের করা সার্টিফিকেট মামলা ও গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারসহ দশ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদ-আসলে মওকুফের দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১১টার দিকে নগরের সদর রোডে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা শাখা।

নবীন আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার আহ্বায়ক দেওয়ান আ. রসিদ নিলু, শ্রমিকনেতা রাজ্জাক সিকদার, আরিফুর রহমান মিরাজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মে ১৬, ২০১৯
এমএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ