ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ন্যায্য মূল্যের দাবিতে মহাসড়কে ধান ঢেলে প্রতিবাদ

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, মে ১৬, ২০১৯
ন্যায্য মূল্যের দাবিতে মহাসড়কে ধান ঢেলে প্রতিবাদ মহাসড়কে ধান ঢেলে প্রতিবাদ জানাচ্ছেন উত্তরাঞ্চলের কৃষকরা। ছবি: বাংলানিউজ

রংপুর: ধানের ন্যায্য মূল্যে বিপর্যয়ের প্রতিবাদে এবার রংপুর মহাসড়কে ধান ঢেলে প্রতিবাদ জানিয়েছেন উত্তরাঞ্চলের কৃষকরা।

অতিদ্রুত ন্যায্য মূল্য নিশ্চিত করা না হলে আগামীতে ধান চাষ না করার শপথ নিয়েছেন তারা।  

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে কৃষক সংগ্রাম পরিষদের ব্যানারে নগরীর সাতমাথায় ঢাকা-লালমনিরহাট মহাসড়কে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচিতে কৃষকরা সরকারি ব্যবস্থাপনায় হাটে হাটে ক্রয়কেন্দ্র খোলার দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে একজন শ্রমিকের মজুরির চেয়ে একমণ ধানের দাম এখন কম। যা কোনোভাবেই কাম্য নয়। ধান চাষ করে উৎপাদন ব্যয়ের অর্ধেকও উঠছে না। এভাবে চলতে থাকলে কৃষকের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।

এসময় প্রতি হাটে হাটে ক্রয়কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে সরকারকে ধান কেনার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সরকার ১১৪০ টাকা মণ দর ঘোষণা করার পরও খোলা বাজারে কেন মূল্য-বিপর্যয় ঘটেছে তা সরকারকে খুঁজে বের করতে হবে। তা না হলে কৃষকরা বাঁচবে না। কৃষক না বাঁচলে দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়বে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কৃষক সংগ্রাম পরিষদের উপদেষ্টা পলাশ কান্তি নাগ, আহ্বায়ক আব্দুস সাত্তার বাবলু, সদস্য আব্দুস সাত্তার প্রামাণিক, কৃষক আবু তালেব, আতোয়ার মিয়া বাবু, নিপীড়নবিরোধী নারী মঞ্চের আহ্বায়ক নন্দিনী দাস, সদস্য সানজিদা আকতার প্রমুখ।

এসময় মহাসড়কে ধান ঢেলে দিয়ে ধানের দাম বাড়ানো না হলে পরবর্তী বছর থেকে ধানের আবাদ না করার শপথ নেন উত্তরাঞ্চলের কৃষকরা।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, মে ১৬, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।