ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নবাবগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, মে ১৬, ২০১৯
নবাবগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আনন্দ বণিক (৪২) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পুরাতন বান্দুরা বাজারের স্বর্ণকার পট্টি সংলগ্ন ইছামতি নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আনন্দ বণিক নতুন বান্দুরা গ্রামের মৃত্যু শম্ভুনাথ বণিকের ছেলে।

তার পুরাতন বান্দুরা বাজারের প্রার্থনা মথুরা অলংকার নামে একটি স্বর্ণের দোকান রয়েছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বাংলানিউজকে জানান, সকালে পুরাতন বান্দুরা এলাকায় ইছামতি নদীরপাড়ে স্থানীয়রা আনন্দ বণিকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহটি উদ্ধার কর।

তিনি আরও জানান, আনন্দ বণিকের শরীরে সামান্য আঘাতে চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্যে মরদেহ মিটফোর্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, মে ১৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।