ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোলায় কালবৈশাখী ঝড়, ঘর-বাড়ি বিধ্বস্ত, বজ্রপাতে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৯ ঘণ্টা, মে ১৬, ২০১৯
ভোলায় কালবৈশাখী ঝড়, ঘর-বাড়ি বিধ্বস্ত, বজ্রপাতে নিহত ১ ঝড়ে বৈদ্যুতিক তাড়ের উপর গাছ পড়ে আছে।

ভোলা: ভোলায় কালবৈশাখী ঝড়ে দৌলতখান উপজেলার দ্বীপ ইউনিয়ন মদনপুরে প্রায় শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। এসময় আহত হয়েছে নারী শিশুসহ ১০ জন।  এছাড়াও বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

বুধবার (১৫ মে) বিকেল ৪টার দিকে ভোলার উপর দিয়ে এ ঝড় বয়ে যায়।  

ভোলা-খেয়াঘাট রোডে বৈদ্যুতিক খুঁটি ও গাছ উপড়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ কয়েক ঘণ্টার জন্য বিচ্ছিন্ন ছিল।

এদিকে ভোলার সদর উপজেলায় চর সামাইয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বজ্রপাতে আমির হোসেন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মাত্র ৩০ মিনিটের কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার মদনপুর ইউনিয়ন। ঝড়ের তীব্রতায়  বিধ্বস্ত হয়েছে শতাধিক কাঁচা ঘর-বাড়ি।  

মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম নাছির উদ্দিন নান্নু বলেন, বুধবার বিকেলে ৩০ মিনিটের ঝড়ে পুরো ইউনিয়নের ঘর-বাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়। এতে নারী-শিশুসহ কয়েকজন আহত হয়েছে।  

দৌলতখান উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) জীতেন্দ্র কুমার নাথ জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, মে ১৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।