ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবাকারবারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৪ ঘণ্টা, মে ১৬, ২০১৯
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবাকারবারী নিহত

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের সাবরাং বেড়িবাঁধ এলাকায় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. সিরাজ নামে এক মাদককারবারী নিহত হয়েছেন।

এ সময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, দুইটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ মে) দিবাগত রাত ৯টার দিকে  এ বন্দুকযুদ্ধ’ হয়।

নিহত সিরাজ উপজেলার সাবরাং এলাকার ফজল আহমদের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) প্রদীপ কুমার দাশ বাংলানিউজকে জানান, সাবরাং বেড়িবাঁধ এলাকা দিয়ে ইয়াবার চালান ঢুকবে এমন খবর পেয়ে পুলিশ ও বিজিবি সেখানে যৌথ অভিযানে যায়। এ সময় পুলিশ বিজিবির উপস্থিতি টের পেয়েই মাদককারবারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।  

আত্মরক্ষার্থে এ সময় পাল্টা গুলি চালায় পুলিশ ও বিজিবি। গুলি বিনিময়ের একপর্যায়ে ইয়াবাকারবারীরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা ইয়াবা, অস্ত্র এবং মাদককারবারী সিরাজের মরদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, নিহত সিরাজের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, মে ১৫, ২০১৯, 
এসবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ