ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মুদি দোকানি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, মে ১৬, ২০১৯
প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মুদি দোকানি গ্রেফতার

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় ১৪ বছর বয়সী বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে লিয়াকত ফকির (৬০) নামে এক মুদি দোকানিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ মে) দুপুরের দিকে উপজেলার চন্দ্রহার গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।  

লিয়াকত ফকির চন্দ্রহার গ্রামের মৃত গনি ফকিরের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, শিশুটি বাকপ্রতিবন্ধী হওয়ার সুযোগ নিয়ে বিগত তিন মাস আগে তাকে একটি বাসায় রেখে ধর্ষণ করে মুদি দোকানি লিয়াকত ফকির। কিন্তু সে সময় কোনো প্রমাণ না থাকায় বিষয়টি নিয়ে কেউ মুখ খোলেনি। একইভাবে বুধবার বাসায় কেউ না থাকার সুযোগ নিয়ে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে লিয়াকত। এসময় শিশুটির কান্না শুনে প্রতিবেশিরা ছুটে আসলে সে পালিয়ে যায়। পরে শিশুটির বাবা ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

গৌরনদী থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান বাংলানিউজকে জানান, ঘটনার পর মেয়েটির বাবা ধর্ষণ মামলা করলে অভিযান চালিয়ে লিয়াকতকে গ্রেফতার করা হয়।  

একই সঙ্গে মেয়েটিকে উদ্ধার করে পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, মে ১৫, ২০১৯
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।