ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

দাগনভূঞায় এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, মে ১৫, ২০১৯
দাগনভূঞায় এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ফেনী: ফেনীর দাগনভূঞা উপজেলায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ঠ (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ মে) উপজেলার দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।  

কর্মশালায় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ভূঞার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল-মামুন, পৌর মেয়র ওমর ফারুক খান, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ও ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা প্রমুখ।

কর্মশালায় শিক্ষক, সাংবাদিক, বিভাগীয় কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীসহ মোট ৮০জন উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মে ১৫, ২০১৯
এসএইচডি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।