ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির সভা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, মে ১৫, ২০১৯
বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির সভা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির ‘আন্তর্জাতিক কর্মসূচি ও যোগোযোগ উপকমিটি’র  দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৫ মে) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে এ সভা হয়।  

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আন্তর্জাতিক পরিমণ্ডলে বঙ্গবন্ধুকে আরো বেশি তুলে ধরার জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

স্বনামধন্য  বিভিন্ন আন্তর্জাতিক পত্র-পত্রিকা, ম্যাগাজিনে বাংলাদেশ সৃষ্টিতে বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতৃত্ব, সংগ্রামী জীবনালেখ্য, বিখ্যাত ভাষণ প্রভৃতি কিভাবে তুলে ধরা যায় সেসব দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।  

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে বিদেশের বাংলাদেশ মিশনসমূহ ও প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত করার বিষয়ে বিশদ আলোচনা হয় বলেও জানায় সূত্র।  

সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মাহবুবুজ্জামান, সাবেক প্রধান তথ্য কমিশিনার মোহাম্মদ জমির, সাবেক রাষ্ট্রদূত সোহরাব হোসেন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সভাপতি  শফিউল আলম মহিউদ্দিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক মাসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়:  ১৬০৩ ঘণ্টা, মে ১৫, ২০১৯
টিআর/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।