ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাংবাদিক উত্তম চক্রবর্তীকে দেখতে গেলেন মোহাম্মদ নাসিম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, মে ১৫, ২০১৯
সাংবাদিক উত্তম চক্রবর্তীকে দেখতে গেলেন মোহাম্মদ নাসিম মোহাম্মদ নাসিম ও উত্তম চক্রবর্তী। ফাইল ফটো

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম দৈনিক জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি উত্তম চক্রবর্তীকে দেখতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়েছেন।

মঙ্গলবার (১৪মে) সন্ধ্যায় তার শয্যাপাশে মোহাম্মদ নাসিম কিছুক্ষণ থাকেন ও চিকিৎসার খোঁজ-খবর নেন।  

হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হন উত্তম চক্রবর্তী।

এনজিওগ্রামে ব্লক ধরা পড়ায় তার হৃদযন্ত্রের ধমনীতে একটি রিং পরানো হয়েছে। বর্তমানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন উত্তম চক্রবর্তী। তিনি সেখানে অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আফজালুর রহমান সাংবাদিকদের জানান, হাসপাতালে আনার সময় রোগীর অবস্থা ক্রিটিক্যাল ছিল। তাকে সর্বোচ্চ মানের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে উত্তম চক্রবর্তীকে এখনো পুরোপুরি ঝুঁকিমুক্ত বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, মে ১৫, ২০১৯
এসকে/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।