ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেরিতে বেশি মূল্যে পণ্য বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, মে ১৪, ২০১৯
ফেরিতে বেশি মূল্যে পণ্য বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা ভেজালবিরোধী অভিযান। ছবি: বাংলানিউজ

রাজবাড়ী: নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রির দায়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিতে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে সন্ধ্যামালতী ও বনলতা ফেরিতে যৌথ অভিযান পরিচালনা করে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল-মামুন ও অধিদফতর রাজবাড়ী কার্যালয়ের সহকারী পরিচালক শরিফুল ইসলাম।

বাংলানিউজকে শরিফুল ইসলাম জানান, অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে মিনারেল ওয়াটার বিক্রির দায়ে দৌলতদিয়া ফেরি ঘাটে সন্ধামালতী ফেরিতে ব্যবসায়ী আনোয়ার হোসেনকে পাঁচ হাজার ও একই অপরাধে বনলতা ফেরিতে ব্যবসায়ী আরিফ শেখকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন গোয়ালন্দ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর, গোয়ালন্দ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও জেলা পুলিশ সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মে ১৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ