bangla news

বাজেট অধিবেশন শুরু ১১ জুন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-১৩ ৫:১৪:১২ পিএম
জাতীয় সংসদ ভবন

জাতীয় সংসদ ভবন

ঢাকা: আগামী ১১ জুন (মঙ্গলবার) জাতীয় সংসদে বাজেট অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ওই দিন বিকেল ৫টায় শুরু হবে অধিবেশন।

সোমবার (১৩ মে) বিকেলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) তারিক মাহমুদ।

আগামী ১৩ জুন (বৃহস্পতিবার) সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট উপস্থাপন করবেন বলে জানা গেছে। আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট এটি।

এদিকে, এটি চলমান একাদশ সংসদের তৃতীয় অধিবেশন। এর আগে দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছিল ২৪ এপ্রিল।

জাতীয় সংসদ সচিবালয়ের একটি সূত্র জানায় সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) ধারার ক্ষমতাবলে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সোমবার (১৩ মে) সংসদের এ অধিবেশন আহ্বান করেছেন। সংসদের এই অধিবেশনে আগামী ১৩ জুন ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। আগামী ৩০ জুনের মধ্যে এ বাজেট পাস হবে।

এদিকে গত ৩০ ডিসেম্বর একাদশন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ টানা তৃতীয় বারের সরকারের এটাই প্রথম বাজেট। বাজেট অধিবেশন কত কর্মদিবস চলবে সেটা কার্য উপদেষ্টা কমিটিতে সিদ্ধান্ত হবে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মে ১৩, ২০১৯/আপডেট: ১৯১২ ঘণ্টা
এসকে/এমজেএফ

ক্লিক করুন, আরো পড়ুন :   বাজেট
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-05-13 17:14:12