ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ঈশ্বরগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, মে ১৩, ২০১৯
ঈশ্বরগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোস্তফা (৩০) নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছে। এ ঘটনায় এসআই মোবারক হোসেন ও কনস্টেবল লাল মিয়া আহত হয়েছেন।

রোববার (১২ মে) দিনগত রাত পৌনে ১টার দিকে উপজেলার হারুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।  

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বাংলানিউজকে জানান, ওই এলাকায় ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযান চালালে মাদকবিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি ও ইটপাটকেল ছুড়তে থাকে।

 

আত্মরক্ষার্থে পুলিশও ৫ রাউন্ড গুলি ছুড়ে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মোস্তফাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ঘটনাস্থল থেকে ৪০২ গ্রাম হেরোইন ও ১শ' পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মোস্তফার বিরুদ্ধে মাদক আইনে ঈশ্বরগঞ্জ থানায় ৪টি মামলা রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময় ০৪০৫ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এমএএএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।