ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুগঞ্জে সার কারখানার উৎপাদন বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, মে ১৩, ২০১৯
আশুগঞ্জে সার কারখানার উৎপাদন বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া: বিভিন্ন যন্ত্রাংশ মেরামতের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া সার উৎপাদন আড়াই মাসের জন্য বন্ধ করা হয়েছে।
 

রোববার (১২ মে) কারখানার মহা-ব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল বাকী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

আব্দুল্লাহ আল বাকী জানান, ২০১৮-২০১৯ সালে বিসিআইসি থেকে বেধে দেওয়া দেড় লাখ মেট্রিক টন ইউরিয়া সারের টার্গেট শনিবার (১১ মে) পূরণ করা হয়েছে।

এরআগে থেকেই কারখানার বিভিন্ন যন্ত্রপাতি মেরামতের জন্য একটি সিডিউল বিসিআইসি থেকে বেধে দেওয়া হয়েছিল। সেই সময়ের কারণেই রোববার দুপুর থেকে কারখানাটি বন্ধ করা হয়। ইতোমধ্যে যন্ত্রপাতি মেরামতের কাজ শুরু হয়েছে।

তিনি আরও জানান, চলতি (২০১৮-২০১৯) অর্থ বছরে কারখানার দেড় লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিসিআইসি কর্তৃপক্ষ। যা ইতোমধ্যেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মে ১২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।