ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বেনাপোলে ভারতীয় পণ্য জব্দ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, মে ১৩, ২০১৯
বেনাপোলে ভারতীয় পণ্য জব্দ জব্দ অবৈধভাবে আনা ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে আনা বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। যার আনুমানিক বাজার মূল্য পাঁচ লাখ টাকা। তবে এসময় কাউকে আটক করতে পারেনি তারা।

রোববার( ১২ মে) বিকেলে সীমান্তের দৌলতপুর গ্রাম থেকে এসব জব্দ করা হয়।

২১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বাংলানিউজকে জানান, গোপন সংবাদে দুপুরে দৌলতপুর গ্রামের মাঠ থেকে অবৈধভাবে আনা ভারতীয় চা পাতা, ফেসওয়াশ, মেহেদী, থ্রি পিস, বিভিন্ন ধরনের ইনজেকশনসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করে বিজিবি।

তবে অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ পণ্য বেনাপোল কাস্টমস হাউজে জমা দেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মে ১২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।