ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বৃদ্ধাশ্রম যেন না হয় মা-বাবাদের শেষ ঠিকানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, মে ১২, ২০১৯
বৃদ্ধাশ্রম যেন না হয় মা-বাবাদের শেষ ঠিকানা মা দিবসে মানববন্ধন। ছবি: বাংলানিউজ

নেত্রকোণা: উপার্জনশীল প্রতিষ্ঠিত সন্তান থাকতে আর একজন মা-বাবারও যেন শেষ ঠিকানা না হয় বৃদ্ধাশ্রম। প্রতিটি সন্তানকে তাদের জন্মদাতাদের ভরণপোষণ ও সেবাশুশ্রূষা করতে হবে।

রোববার (১২ মে) দুপুরে নেত্রকোণার বারহাট্টায় বিশ্ব ‘মা’ দিবস উদযাপনে অনুষ্ঠিত মানববন্ধনে দাবি তোলেন অংশগ্রহণকারীরা।

এসময় সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া উম্মুল বানিন বলেন, আইন আর সামাজিকতায় শুধু নয় প্রতিটি ধর্মগ্রন্থেই সন্তানের কাছে পিতা-মাতার অধিকার ও তাদের সেবাযত্নের কথা স্পষ্ট উল্লেখ আছে।

সুতরাং সেই দায়িত্ব কর্তব্য এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।  

মানববন্ধন ছাড়াও দিবসটিকে কেন্দ্র করে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা হল রুমে অনুষ্ঠিত আলোচনায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার বানিন।  

এতে অংশ নিয়েছেন- উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনুর আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মহি উদ্দিন, অতিরিক্তি কৃষি কর্মকর্তা বানিন রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, মে ১২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।