ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীর ১০ ফার্মেসিকে ৮ লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, মে ১২, ২০১৯
রাজশাহীর ১০ ফার্মেসিকে ৮ লাখ টাকা জরিমানা

রাজশাহী: রাজশাহী মহানগরের ডক্টরস জোন খ্যাত লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ ফার্মেসিকে আট লাখ টাকা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১২ মে) দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।  

অভিযান চলাকালে মহানগরের লক্ষ্মীপুরের ইসলামী মেডিকেল কলেজ হাসপাতাল ও বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের নিচে থাকা রয়েল ফার্মেসি, জামান ফার্মেসি, আল নূর ফার্মেসি এবং ওল্ড রাজশাহী ফার্মেসিসহ ১০টি ফার্মেসিকে বিভিন্ন অপরাধে আট লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন বাংলানিউজকে বলেন, ভোক্তাদের নিরাপত্তার স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এসময় ফার্মেসিগুলো থেকে অনুমোদনহীন ও নিষিদ্ধ ফুড সাপ্লিমেন্ট, নির্দিষ্ট তাপমাত্রার বাইরে রাখা ইনজেকশন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, মে ১২, ২০১৯
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।