ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পুকুর থেকে মুক্তিযোদ্ধা কমান্ডারের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, মে ১২, ২০১৯
পুকুর থেকে মুক্তিযোদ্ধা কমান্ডারের মরদেহ উদ্ধার

লালমনিরহাট: নিখোঁজের একদিন পর লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বাড়ির পাশ থেকে মুক্তিযোদ্ধা নুর ইসলামের (৬৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১২ মে) সকালে উপজেলার পশ্চিম ভেলাবাড়ি গ্রামের নিজ বাড়ির পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত মুক্তিযোদ্ধা নুর ইসলাম উপজেলার পশ্চিম ভেলাবাড়ি গ্রামের বাসিন্দা।

তিনি ভেলাবাড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছিলেন।

এর আগে, শনিবার (১১ মে) ভোরে সেহেরি খাওয়ার পর ফজরের নামাজের জন্য বের হয়ে নুর ইসলাম নিখোঁজ হন।

মৃত মুক্তিযোদ্ধার ভাই ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আলতাব উদ্দিন বাংলানিউজকে জানান, শনিবার ভোরে সেহেরি খেয়ে ফজরের নামাজের জন্য বের হয়ে নুর ইসলাম আর বাড়ি ফেরেননি। সকালে বাড়ির পাশের একটি পুকুরে নুর ইসলামের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। নুর ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের প্রস্তুতি চলছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মে ১২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।