ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আন্তর্জাতিক নার্স দিবসে খাগড়াছড়িতে র‌্যালি-সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, মে ১২, ২০১৯
আন্তর্জাতিক নার্স দিবসে খাগড়াছড়িতে র‌্যালি-সভা র‌্যালি, ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে খাগড়াছড়িতে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।

‘সবার জন্য স্বাস্থ্য, অর্জনে সোচ্চার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রোববার (১২ মে) সকালে খাগড়াছড়ি সদর হাসপাতাল থেকে একটি র‌্যলি বের করা হয়। পরে র‌্যালিটি ক্যাম্পাস ঘুরে হাসপাতালের হলরুমে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. জয়া চাকমা। জেলা সদর হাসপাতালের সিনিয়র নার্স রোকেয়া বেগমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নয়ন ময় ত্রিপুরা, ডা. রাজেন্দ্র ত্রিপুরা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মে ১২, ২০১৯
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।