ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রংপুরে গৃহবধূ হত্যা মামলায় স্বামী আটক

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, মে ১১, ২০১৯
রংপুরে গৃহবধূ হত্যা মামলায় স্বামী আটক

রংপুর: রংপুরে রাবেয়া খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে হত্যার মামলায় স্বামীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ মে) রাত সাড়ে ১২টায় স্বামী সিরাজুল ইসলামকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১ এপ্রিল রংপুরের গনেশপুরের শান্তিপাড়া এলাকা থেকে রাবেয়া খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

সেসময় রাবেয়া আত্মহত্যা করেছেন বলেই জানান তার স্বামী। তবে রাবেয়ার স্বজনরা দাবি করেন, হত্যার পর তার মরদেহ ঝুলিয়ে রাখা হয়।  

৫ মে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর, রাবেয়াকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখার প্রমাণ পায় পুলিশ।

এরই প্রেক্ষিতে শুক্রবার রাবেয়ার ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে তার স্বামী সিরাজুল ইসলামকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

এদিন রাতেই সিরাজুল ইসলামকে আটক করে পুলিশ। পরে শনিবার (১১ মে) আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

রাবেয়া খাতুন দুই ছেলে ও এক মেয়ের জননী।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) ছকিদুল ইসলাম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনে রাবেয়াকে হত্যার প্রমাণ পাওয়ায় তার ভাই মামলা (মামলা নং-২৪, ১০/৫/১৯) দায়ের করেন। পরে মামলার আসামি সিরাজুলকে আটক করে আদালতে তার সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মে ১১, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad