ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মানিকগঞ্জে দুস্থদের মধ্যে টিন ও নগদ টাকা বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, মে ১১, ২০১৯
মানিকগঞ্জে দুস্থদের মধ্যে টিন ও নগদ টাকা বিতরণ দুস্থদের মধ্যে টিন ও নগদ টাকা এবং শিক্ষা প্রতিষ্ঠানে পানির ফিলটার বিতরণ করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার ১২০টি শিক্ষা প্রতিষ্ঠানে খাবার পানির ফিল্টার ও ৭২টি দুস্থ পরিবারের মধ্যে এক বান্ডেল করে ঢেউটিন ও তিন হাজার করে টাকা বিতরণ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। 

শনিবার (১১ মে) দুপুরে সদর উপজেলা পরিষদের হল রুমে এ সামগ্রী বিতরণ করেন মন্ত্রী।  

মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন সরদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মে ১১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।