ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরা সীমান্তে বিএসএফ’র নির্যাতনে বাংলাদেশি নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, মে ১১, ২০১৯
সাতক্ষীরা সীমান্তে বিএসএফ’র নির্যাতনে বাংলাদেশি নিহত 

সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে কবীরুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। 

শুক্রবার (১০ মে) রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্তে তার উপর নির্যাতন চালায় বিএসএফ। নিহত কবীরুল ইসলাম কুশখালী গ্রামের আজিজ মোল্লার ছেলে।

 

কবীরুল ইসলামের চাচাতো ভাই রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, কবীরুল ওপারের মালামাল এনে এপারে বিক্রি করতেন। ওপারের কারবারীরা মাল এনে জিরো পয়েন্টে দিয়ে যান, এরা জিরো পয়েন্ট থেকে তা দেশের ভেতরে নিয়ে আসেন। শুক্রবারও সে ভারতীয় চা পাতা, শ্যাম্পু, চুরিসহ বিভিন্ন মালামাল আনতে যান। মাল নিয়ে ফেরার পথে বিএসএফ’র হাতে আটক হন কবীরুল। এসময় তাকে বেদম মারধর করে মৃত ভেবে গালে পেট্রোল ঢেলে দিয়ে বাংলাদেশের পারে ফেলে রেখে যায় বিএসএফ। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

কুশখালী বিওপির কমান্ডার হাবিলদার মাহমুদ শরীফ বাংলানিউজকে জানান, এ ব্যাপারে তারা এখনো কিছু জানেন না।  

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, মে ১১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।