ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, মে ১০, ২০১৯
সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল উদ্দিন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উত্তর কচ্ছপিয়া গ্রামের হাজী মালেকের বাড়িতে এ ঘটনা ঘটে।  

মৃত কামাল উদ্দিন ওই বাড়ির হাজী আব্দুল মালেকের ছেলে।

তিনি স্থানীয় হারিছ চৌধুরী বাজারের একজন হোটেল ব্যবসায়ী ছিলেন।
 
স্থানীয়রা জানায়, দুপুরে বোতলে পানি ভরে নিজের ঘরে ফ্রিজে রাখছিলেন কামাল উদ্দিন। ফ্রিজটি অনেক দিনের পুরাতন হওয়ায় কোনো কারণে বিদ্যুতায়িত হয়ে ছিল। পানি রাখার জন্য ফ্রিজটি খোলার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে কামালের মৃত্যু হয়।

চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, এ বিষয়ে কেউ থানায় অবগত করেনি।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মে ১০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।