ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

দেশের সবচেয়ে বড় ঈদ জামাত আয়োজনের প্রস্তুতিসভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, মে ১০, ২০১৯
দেশের সবচেয়ে বড় ঈদ জামাত আয়োজনের প্রস্তুতিসভা দিনাজপুরে ঈদের নামাজ আদায় উপলক্ষে প্রস্তুতিসভা

দিনাজপুর: এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদগাহ মাঠে দিনাজপুরে পবিত্র ঈদ-উল ফিতরের নামাজ আদায় করবেন একসঙ্গে ১০ লাখ মুসল্লি। নামাজ আদায় ও আয়োজন উপলক্ষে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে সংশ্লিষ্টরা।

শুক্রবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে পবিত্র ঈদ-উল ফিতরের নামাজ আদায় উপলক্ষে ঈদগাহ মাঠ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদগাহ মাঠ নির্মাণের উদ্যোক্তা জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, দিনাজপুরের এ ঈদগাহ মাঠে এবার একসঙ্গে ১০ লক্ষাধিক মুসল্লি যাতে সুষ্ঠুভাবে ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করতে পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

গতবারের চেয়ে এবছর আরও বেশি সংখ্যক মুসল্লি এ মাঠে ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করবেন। এটি এ উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগা মাঠ। এখানে এবার একসঙ্গে ১০ লাখ মানুষ নামাজ আদায় করতে পারবে এ জন্য সবার সহযোগিতা কামনা করেছে।  

জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) সৈয়দ আবু সায়েম, জেল সুপার সাইদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমান ও কাজেম উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুশান্ত সরকার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল লতিফ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমদাদ সরকার, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, জেলা খাদ্য নিয়ন্ত্রক আশ্রাফুজজ্জামান, জেলা সমাজসেবার উপ-পরিচালক স্টিফেন মুর্মু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম তৌফিকুজ্জামান, কোতয়ালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুলতানা বুলবুল, সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু জাফর সিদ্দিক, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক রফিকুল্লাহ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রাহেনুর ইসলাম, আইডিইবির সাধারণ সম্পাদক শহিদুল্লাহ, জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জহির শাহ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা তথ্য সহকারী অফিসার সোহেল রানা, দিনাজপুর জেলা স্কাউটসের সম্পাদক আনিসুজ্জামান মিলন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, মে ১০, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।