ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, মে ১০, ২০১৯
সাতক্ষীরায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরায় নির্মাণাধীন চার তলা ভবন থেকে পড়ে নাজমুল হাসান (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) রাত ৮টার দিকে শহরের রাজার বাগান কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল সদর উপজেলার শিমুলবাড়িয়া গ্রামের ওবেদ আলীর ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে লাইট জ্বালিয়ে অন্যান্য শ্রমিকদের সঙ্গে শহরের রাজারবাগান কলেজ মোড় এলাকার জনৈক আব্দুল হামিদের নির্মাণাধীন ৪তলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন নাজমুল। এসময় তিনি অসাবধানতাবশত ভবন থেকে পড়ে যান। এতে তার মাথা ফেটে গুরুতর জখম হন তিন।  

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শুক্রবার (১০ মে) সকালে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, মে ১০, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।