ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

২০ টন জাটকা জব্দ, ৯ জনের জেল-জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, মে ১০, ২০১৯
২০ টন জাটকা জব্দ, ৯ জনের জেল-জরিমানা

ঢাকা: সরকারি নির্দেশনা অমান্য করে জাটকা সংরক্ষণ ও বিক্রি করার দায়ে রাজধানীর সোয়ারিঘাট এলাকায় নয়জনকে জেল-জরিমানা করাসহ ২০ টন জাটকা জব্দ করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১০ মে) সকালে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র‌্যাব-১০ এ অভিযান পরিচালনা করে।

সারওয়ার আলম জানান, গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস সব প্রকার মাছ ধরা নিষিদ্ধ করেছিল সরকার।

জাটকা ইলিশ সংরক্ষণের জন্য চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৯০ কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়। নিষেধাজ্ঞা চলাকালীন ইলিশসহ যেকোনো মাছ ধরা, ক্রয়-বিক্রয়, মজুত ও সরবরাহ নিষিদ্ধ। কিন্তু অসাধু জেলে ও ব্যবসায়ীরা জাটকা ধরে সংরক্ষণ করে বিক্রি করে আসছিল।

তিনি বলেন, সকালে রাজধানীর সোয়ারিঘাটে মাছের আড়তে অভিযান চালিয়ে ২০ টন জাটকা জব্দ করা হয়। এসময় জাটকা সংরক্ষণ করে বিক্রি করার দায়ে নয়জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, মে ১০, ২০১৯ 
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ