ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রংপুরে আলুর ট্রাক খাদে উলটে শ্রমিকের মৃত্যু 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, মে ১০, ২০১৯
রংপুরে আলুর ট্রাক খাদে উলটে শ্রমিকের মৃত্যু 

রংপুর: রংপুরের মিঠাপুকুর উপজেলায় আলু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে বস্তা চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছে। 

বৃহস্পতিবার (০৯ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মালতলা মাদারেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসান আলী (৪০) উপজেলার  খোর্দ্দ মহদীপুর এলাকার রমজান আলীর ছেলে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে রংপুর থেকে ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৯৫২৪) ১৫০ বস্তা আলু নিয়ে মালতলা থেকে আলীপুর নয়ারহাটে আরও ৫০ বস্তা আলু নিতে যাচ্ছিলো। গাড়ির ছাদে আলুর বস্তার উপরে বেশ কয়েকজন শ্রমিক ছিল।  

ট্রাকটি মালতলা মাদারেরহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে খাদে উল্টে যায়। এ সময় আলুর বস্তা চাপা পড়ে হাসান আলী ঘটনাস্থলে মারা যান। আহত হন আরও পাঁচজন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

মিঠাপুকুর থানার উপ-পরিদর্শক  নূর মোহাম্মদ আরিফ  বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ০৪১৭ ঘণ্টা, মে ০৯, ২০১৯
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।