ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডাব পাড়তে গিয়ে ঢাবি ছাত্রের মৃত্যু 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪১ ঘণ্টা, মে ১০, ২০১৯
ডাব পাড়তে গিয়ে ঢাবি ছাত্রের মৃত্যু 

ঢাকা: নারকেল গাছে ডাব পাড়তে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বরুণ বিশ্বাসের মৃত্যু হয়েছে। বরুণ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। 

বৃহস্পতিবার (০৯ মে) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল চত্বরে এ ঘটনা ঘটে।  

সহপাঠীরা জানান, বরুণ জগন্নাথ হলেই থাকতেন।

রাতে হল চত্বরের একটি নারকেল গাছে ডাব পাড়তে ওঠেন। কিন্তু অসাবধানতাবশত গাছ থেকে পড়ে যান।  

তাৎক্ষণিক উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিহত ছাত্রের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বাংলানিউজকে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক এবং মর্মান্তিক।

জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসে এ ধরনের কাজ না করার জন্য আহ্বান জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২৩৩৬ ঘণ্টা, মে ০৯, ২০১৯
এজেডএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।