ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নোয়াখালীতে ৫ দোকানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, মে ১০, ২০১৯
নোয়াখালীতে ৫ দোকানকে জরিমানা ভেজালবিরোধী অভিযান। ছবি: বাংলানিউজ

নোয়াখালী: মেয়াদোত্তীর্ণ পণ্য, বেশি মূল্যে পণ্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগে নোয়াখালীর মাইজদী পৌরবাজার এলাকার পাঁচ দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন। নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান চালানো হয়।

এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এবং সুধারাম মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বাংলানিউজকে জানান, অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য, বেশি মূল্যে পণ্য বিক্রি, পণ্যের গায়ে মূল্য না থাকা, ওজনে কারচুপি ও মূল্য তালিকা না থাকায় জেলার পৌর মার্কেটের পাঁচটি দোকান মালিককে তিন হাজার করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পবিত্র রমজান মাস উপলক্ষে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মে ০৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ