ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আলীকদমে জুমঘর থেকে পিস্তল-গ্রেনেড উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, মে ৯, ২০১৯
আলীকদমে জুমঘর থেকে পিস্তল-গ্রেনেড উদ্ধার

বান্দরবান: বান্দরবানের আলীকদম উপজেলায় একটি জুম ঘর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, দু’টি তাজা অ্যামোনিশন, তিনটি গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (৯ মে) বিকালে সেনাবাহিনীর আলীকদম জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সাইফ শামীম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আলীকদম জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সাইফ শামীমের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল সোমবার (৬ মে) রাতে উপজেলার বাঘের ঝিরি এলাকায় অভিযান চালায়।

এসময় একটি জুম ঘর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, দু’টি তাজা অ্যামোনিশন উদ্ধার করা হয়। পরে জুমঘরের মাটি খুঁড়ে তিনটি তাজা গ্রেনেড উদ্ধার করা হয়েছে।  

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানায় সেনাবাহিনী।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, মে ০৯, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।