ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রায়পুরে ৯৪টি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, মে ৯, ২০১৯
রায়পুরে ৯৪টি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ

লক্ষ্মীপুর: মানসম্মত শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৯৪টি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজিত অনুষ্ঠানে এগুলো বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রায়পুর পৌরসভার মেয়র ইসমাইল খোকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা আক্তার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম মোসতাক আহমেদ।

বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা বাস্তবায়নে কাজ করছে আওয়ামী লীগ সরকার। বছরের প্রথম দিনেই বিনামূল্যে সারাদেশে বই বিতরণ করে আসছে সরকার।  

সেসময় শিক্ষার উন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, মে ০৯, ২০১৯
এসআর/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।