ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নেত্রকোণায় সরকারি ১৩ খাদ্যগুদামে চাল সংগ্রহ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, মে ৯, ২০১৯
নেত্রকোণায় সরকারি ১৩ খাদ্যগুদামে চাল সংগ্রহ শুরু সরকারি খাদ্যগুদামে চাল সংগ্রহ শুরু। ছবি: বাংলানিউজ

নেত্রকোণা: চলতি ইরি-বোরো মৌসুমে নেত্রকোণার ১৩টি খাদ্যগুদামে ৫৫ হাজার ২২২ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

বৃহস্পতিবার (৯ মে) সকালে সদর খাদ্যগুদাম থেকে পর্যায়ক্রমে জেলার ১০টি উপজেলায় চাল সংগ্রহ শুরু হয়। আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া খাতুন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আল মজীদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সামছুদ্দিন, কারিগরি খাদ্য পরিদর্শক এসএম সালাহ্ উদ্দিন, সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মুনতাসির মামুন, ঠাকুরাকোণা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এরশাদুর রহমান।

খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া খাতুন বাংলানিউজকে জানান, চলতি এ মৌসুমে সেদ্ধ প্রতি কেজি চাল ৩৬ ও আতপ ৩৫ টাকা দামে কেনা হবে। জেলার ১০ উপজেলার মধ্যে সেদ্ধ ৩৯ হাজার ২০৬ ও ১৬ হাজার ১৬ মেট্রিকটন আতপ চাল কেনা হবে।

এর মধ্যে সদরে সেদ্ধ চাল কেনা হবে ১৪ হাজার ৪৬৩ মেট্রিকটন, বারহাট্টায় ৩ হাজার ৮৮৪, পূর্বধলায় ৬ হাজার ৬০৩, মোহনগঞ্জে ৩ হাজার ১৮৮, কেন্দুয়ায় ৩ হাজার ২৫৮, দুর্গাপুরে ১ হাজার ৩২৬, মদনে ১ হাজার ২৪২, আটপাড়ায় ১ হাজার ৩৫৬, কলমাকান্দায় ২ হাজার ৬৭৩ ও খালিয়াজুরীতে ১ হাজার ২১৩ মেট্রিকটন।  

অপরদিকে, আতপ চাল কেনা হবে সদরে ৭ হাজার ২৫৫ মেট্রিকটন, বারহাট্টায় ১ হাজার ৬১৫, পূর্বধলায় ৩ হাজার ১২৪, মোহনগঞ্জে ১ হাজার ১৬৬, কেন্দুয়ায় ১ হাজার ৩২, দুর্গাপুরে ৩০০, মদনে ২৮৫, আটপাড়ায় ৪৫২ ও কলমাকান্দায় ৭৮৭ মেট্রিকটন।  

আগামী ৩১ আগস্টের মধ্যে সংগ্রহ কার্যক্রম সম্পন্ন হবে বলেও জানান খাদ্য বিভাগের ঊর্ধ্বতন এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ০৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad